শূণ্য ভাবনা কবিতা – শেখ এহসান আহাম্মেদ
খা খা শূণ্য মরুভূমি
একাকীত্বের বিষ ক্রিয়া-চিতার আগুন,
চিবিয়ে খেতে চায়
সব ঝাপসা
একঘেমী পৃথিবীর পথ
যন্ত্রণার গাড়ি পথ হারিয়ে মিলে যায়;
কুয়াশায় মুড়ানো শূণ্য ধাঁধাঁয়।।
স্থির হতভম্ব শরীর
বিরহে্র যন্ত্রণায় সংক্রিয় মষ্কিক
দৃষ্টি ভেদে গুড়ো কাচের জমাট।।
থাক কথাটা যখন না পাওয়ার
এখনো নিয়ম মেনেই বাড়ি ফেরা,
শূণ্য মানুষ-মুখোশ;
সব জোনাকির ঝিঁ ঝিঁ শব্দে মাথায় বসে রাত্রি বেলা।।
শূণ্য ভাবনা কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে