কবিতা – রাজা দেবরায়
‘নারী’, তুমিই তো প্রকৃতি!
এই সমাজ দেবে স্বীকৃতি?
তুমি ‘নারী’ থেকেও বেশি ‘মানুষ’,
তোমারও আছে ‘মান আর হুঁশ’।
সমাজের বিধান বানিয়েছে ‘পুরুষ’রা,
তাই অধিকার পায়নি বঞ্চিত ‘নারী’রা।
সমাজের বিধান যদি তৈরি করতো ‘নারী’,
‘নারীতান্ত্রিক সমাজ’ তখন থাকতো জারি?
কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর