বীর সৈনিকের অপেক্ষায় কবিতা – রবীন্দ্র মণ্ডল
তুমি চলে যাচ্ছ ভারত মাতার রক্ষায়
এমন খুশির দিনে আমি কাঁদেনি ।
তোমার চোখে জল এসেছিলো , তবু আমার চোখে আসেনি
হাসি মুখে দিয়েছি তোমায় বিদায় ।
কথা দিয়েছিলে তুমি আসিবে খুব তাড়াতাড়ি
খোকার জন্য তোমার মতো বন্দুক আনিবে ।
আজ দেখলাম খবরের কাগজে তোমার নাম ,
বির পোশাকে তোমার ছবি ,
ছোটো ছোটো অক্ষরে লেখা শহীদ বীর সন্তান ।
সবার মুখে উচ্চারিত তোমার স্পর্ধা
কেউ কেউ গর্বের সুরে উচ্চারণ করছে-
শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত
ভারত মাতাকে তুমি রক্ষা করে গেছো
তোমার প্রিয় বন্দুক দিয়ে
শেষ গুলিটাও ছুড়েছো- কোনো নিশানা ছাড়াই ।
তুমি আসবে বলে বরণডালা সাজিয়েছি
পথে ফুল বিছেয়েছি
তোমার খোকাও বসে আছে- তার বন্দুকের অপেক্ষায় ।
আজ বাড়ির চারিপাশে মানুষের ভিড়
তারাও আমার মতো আজ তোমার অপেক্ষায়
তাদের সবার চোখে জল ।
আমার চোখে জল নেই – আমার চোখ যে শুকিয়ে তৃষ্ণার্ত
শ্রাবনের কালো মেঘের অপেক্ষায় ।
সারা ভারতবাসি তোমাকে এতো ভালোবাসে !
তোমার নাম শুনতেই সবার চোখে জল
বীর সৈনিক বীর সৈনিক বলে জয়ধ্বনি কোরছে ।
তুমি আগে তো কখনো আমাকে বলোনি তুমি বীর
বীরদের তো চোখে জল থাকে না
কোথা থেকে এসেছিলো সেই জল –
যেদিন বিদায় বেলায় চোখের জলে মুখ ধুয়েছিলে ।
তুমি আসবে বলে আজ এখনো
পশ্চিম গগনে সূর্য দাঁড়িয়ে
বীরকে শুভেচ্ছা জানাবে বোলে
শুধু একবার তোমার সাথে বোলবে জয় হিন্দ ।
বীর সৈনিকের অপেক্ষায় কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প