অপেক্ষা কবিতা – পরাগ চৌধুরী
এমন তো নয়
ভাসছে জীবন খড়ের কুটোর মতো
অপেক্ষাতেই আছি
চাবির কাছে তালার ফুটোর মতো…
এমনও নয়
জীবন আছে সুতোয় ঝোলার মতো
অপেক্ষাতেই আছি
মুখের কাছে চামচ তোলার মতো…
তেমনও নয়
হবেই সেটা মুক্তিস্নানের মতো
অপেক্ষাতেই আছি
তুলির টানে চক্ষুদানের মতো…
কখনও নয়
সেসব হিসেব চুকিয়ে দেওয়ার মতো
অপেক্ষাতেই আছি তবু
ভেজা কাপড় শুকিয়ে যাওয়ার মতো…
অপেক্ষা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা