বিজয়া দশমী কবিতা – অনুপ কুমার জানা
বিজয়া দশমী আজ মা দূর্গার
দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তির দিন ,
প্যাণ্ডেলে প্যাণ্ডেলে থমথমে ভাব
মা দূর্গার মুখখানিও যেন মলিন ।
তবুও আজকে বড় খুশির দিন ,
অশুভ শক্তির বিনাশ হবে তো আজ-ই ;
এরপর অশুভ কিছু আসবে না আমাদের জীবনে ,
এ’ধারণা বিশ্বাস করে তো আমাদের সমাজ-ই ।
আলিঙ্গন বদ্ধ হচ্ছে না আজ কেহ
দূর থেকে জানাচ্ছে সকলে প্রণাম ,
হ্যাণ্ডসেক থেকেও বিরত সবাই
সারা বিশ্ব যে আজ করোণা ধাম ।
কনুইয়ে কনুইয়ে সবাই করছে ঠোকাঠুকি ,
ভীত সবাই করোণা আক্রমনে ,
সৃষ্টিকর্তা তো আমরা নিজেরাই
পরিবর্তন করি আমরা শুধু প্রয়োজনে ।
দশমীর ঐতিহ্য দেখা যাচ্ছে না আজ
সিন্দুর খেলা হচ্ছে না মা-বোনেদের ,
মণ্ডপে বসে নেই তেমন ভক্তগন
ওন লাইনে শুভেচ্ছা চলছে প্রিয়জনদের ।
দূর থেকে প্রার্থনা জানাচ্ছে সবাই ,
” দেবী দূর্গামাতা , প্রার্থনা জানাই হ্নদয়-মনে ,
মহামারী মুক্ত করো দেশ থেকে ,
শতকোটি প্রনাম জানাই তব চরণে । “
কাল থেকে বুঝি ভীতি হবে লুপ্ত
প্রতিটি মানুষের অন্তরে অন্তরে ,
দেবী দুর্গামাতা বিনাশ করেছে অশুভ ,
করোণা এবার বুঝি পড়বে মুখ থুবড়ে ।
বিজয়া দশমী কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
এক চিলতে রোদ্দুর
কলমের প্ৰত্যাশা