হেঁটে যায় সময় কবিতা – উদয়ন চক্রবর্তী
বিষণ্ন পাখির পালকের স্পর্শকাতরতা
শিশিরভেজা মাটির নিঃশব্দ কান্নায়
ছুঁয়ে যায় হতভাগ্যের আর্তি
পরম্পরার সাথে আমাদের নিস্তব্ধতা
মাথা খুরে মরে দিশাহীন পথে
আমরা এখনো ঠিকানা হীন
মহা শূণ্যে ঘুরে মরছে ক্রমশ মৃত্যুর সাথে
এক নক্ষত্র রজনীগন্ধার মতো
একসাথে শশ্মান আর কবরস্থানের নীরবতা নিয়ে
যে প্রশ্ন আজ আমারই রক্ত বলে ওঠে
কী দরকার ছিল এ জন্মের
আমি গাছেদের কাছ গিয়ে উত্তর খুঁজি
তোমরাও কী আত্ম জিজ্ঞাসার সামনে
একটা শামুক কিংবা কচ্ছপের গতিতে
হেঁটে যায় সময় হাসতে হাসতে।
হেঁটে যায় সময় কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প