এই শারদে কবিতা- বদরুদ্দোজা শেখু
দশদিকে আজ পূজোর হাওয়া, করোনা-খাওয়া জীবন
স্বজনহারা দিশাহারা কাঁদছে সারা ভুবন,
কেমন হবে এবার শারদ এই বিরোধের মাঝে ?
যা-হোক তবু প্রাণের মাঝে ঢাকের বাদ্যি বাজে,
সংক্রমণের তর্জা বাড়ে , বাড়ে মেনকার গ্লানি
কোথায় যেন হারিয়ে গেছে লাজলজ্জার বাণী
হারিয়ে গেছে রক্ষাকবচ, চোখ কান সব ভোঁতা
পুলিশ প্রশাসন বিচার বিবেক সমস্তই তোতা
পাখির মতো বুকনি ঝাড়ে, বাড়ে তর্জার রেস
মধ্যিখানে নির্যাতিতা মণিকারাই শেষ !
মা মেনকার পূজো করবে সাড়ম্বরে দেশ,
হাথরস উন্নাও কাঠুয়া কামদুনির ক্লেশ
ভুলে যাবে সবাই, ভক্ত রক্ত-লোলুপ মন
ঝাঁপিয়ে পড়বে পাড়ায় পাড়ায় অন্ধ অকারণ
ঢাকবাদ্যে মন্ত্রেতন্ত্রে, ষড়ড়যন্ত্রী সব
ঘুরবে অবাধ বুক ফুলিয়ে, ধর্ষণোৎসব
করবে তারা যখন তখন যেমন ইচ্ছা -কাম
মেয়ে-প্রজাতির কান্নাগুলো তাদের উদ্দাম
লালসাসিক্ত। তিক্ত কথা ঘাঁটবে না আর কেউ—
মেনকা তুই নিবি না পূজা কস্মিনকালেও
ওদের থেকে, এই করোনা কেড়ে নিক ওই দস্যুগুলোর প্রাণ,
নারীরা তোমরা এই পূজোকে করো আপন শক্তির নিদান,
নিজের বলে বলীয়ান হও, নিজেকে নিজেই আজ
রক্ষা করার শক্তি ধরো, ধরো মেনকার রাজ – –
ধর্ষকাসুর নিধন করো , নিধন করো ভেদাভেদের ঘৃণা
ভূমন্ডলে রক্ষা করো নারীর ইজ্জত শরম খুন পসীনা
এই শারদে কবিতা- সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর