ওরা আর সৌরভেরা কবিতা – ভাস্কর সিনহা
সৌরভেরা আজও খেলা করে
দারুণ ছুটে বেড়ায় মাঠে
একেকটা জেদি রানের জন্য় ঝাঁপায়
চওড়া বুকে জোর বাতাস ভরে।
রক্ত কতো দেবে?
আজ বাতাসের মনখারাপ
ক্রন্দনরতা আকাশের হাহুতাশে
শিশ্ন জাগরুক ঐ আভূমিতে।
চেটে স্বাদ নিতে চায় লোনা বাতাস
অবেলায় বাসি কথা রাখা আর
হয়েই ওঠে না।
সাধারণ হতে অসাধারণের
পথচলা
ক্রান্তিবীরেরা কখনই পথ ভোলে না।
দেবী হতে মানবীতে উত্তরণ।
রহস্যময়তায় নেই যারা
স্রোতে ভেসে রয় তারা
অর্থের বিচার বাকি পূর্ণমাসী।
শুভ্রবকের ডানায় ভেসে
রবি উঠে আসে মধ্য়াকাশে।
উষ্ণ দিন উষ্ণতার
সন্ধানী যেন।
ক্রোধাণ্বিত যাবৎ অহঙ্কার
বাস্পীভূত হয়ে চলে-
অরিন্দম বেশে।
সকলেই পথে নামে,
কেউ বা সঠিক ফেরে ঘরে।
কেউ বা পথভুলে,
ধাক্কা খেয়ে চলে-
অন্ধ গলিঘুঁজিতে।
কেউ কেউ কোথায় হারিয়ে যায়.
অনেক খুঁজেও দেখা পাইনা আর।
সুন্দর গোছানো সভ্য়তায় আগমন।
নিয়মকানুনের বেড়াজালে
সম্ভ্রান্ত জীবনযাপন।
উচ্চরাগ হতে কোমলরাগে-
অবগাহন।
সোমবারের মহাশিবের বন্দনা সেরে
এত্তেরি
এই যে
চন্দন।
দুঃখটা গলায় পাকায় দলা,
অভিমান চক্ষুকোণে থরথর করে।
বিবশ ভাষা অভিধান খোঁজে-
কথা হারিয়ে যায়
গহীন মনের কোণে।
মানুষেই বানায় সব- ধুরন্ধর সব মনুষ্য়ে।
ভালোত্ব অর্পিত দেবতায়, বদের শয়তানি ভূষায়।
তবে শয়তানে যারা পূজে,
তাদের বিচার করে কোনজনে?
ওরা আর সৌরভেরা কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প