ওদের পূজো কবিতা – মমতা সাহা
দুবেলা যাদের জোটেনা ভাত
তাদেরও কিন্তু পূজো হয়,
TRENDS -এর পোশাক ছাড়া
তোমার নাকি পূজোই নয়।
তোমরা যারা হাজার টাকায়
পাওনা জামা পড়ার মতো,
ওরা কিন্তু ফুটের জামায়
পূজো কাটায় মনের মতো।
মাত্র একটা জামা পেলেই
ওদের পূজো আনন্দময়,
তোমার আবার দশটা ছাড়া
পাঁচটা দিন বড্ড দায়।
বছর ঘুরে পাঁচটা দিন
আসেন মা বাপের বাড়ি,
ওদের ও তো সাধ হয় বলো
পোলাও, মাংসে চড়ুক হাঁড়ি !
কিন্তু ওরা ঠিক জানে গো
সাধ্য-সাধের বিশাল ফারাক,
ওরাও চায় উচ্চ সমাজ
একটু ওদের পাশে দাঁড়াক।
সাধ্য যাদের আছে তারা
দাঁড়ায় যদি ওদের পাশে,
ওরা কিন্তু অল্পে খুশী
সামান্যতেও ভীষণ হাসে।
ওদের পূজো কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প