আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
নিবেদিতা বর্মন
উত্তর দিনাজপুর
আমার ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা গ্রামের পরিবেশে । তখনকার সময় আমাদের কোন টিভি ছিল না বাবার একটি রেডিও ছিল। বাবার সাথে প্রতিদিন রেডিওর সমস্ত প্রোগ্রাম শুনতাম। বিশেষ করে বাংলা গান শুনতে খুব পছন্দ করতাম । সেই থেকে দুই এক লাইন নিজের ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করতাম। মাধ্যমিক পাস আমি মহারাজা হাট হাই স্কুল থেকে করেছি। সেসময় বন্ধু-বান্ধবীরা সবাই আলাদা আলাদা স্কুলে ভর্তি হওয়ার ফলে তাদেরকে এবং স্কুলটাকে খুব মিস করতাম। ব্যাস তখন থেকেই লেখালেখি শুরু । আমার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এডুকেশন অনার্স নিয়ে, এম.এ. , বি. এড. । বিয়ের পর সমস্ত লেখালেখি বন্ধ হয়ে যায় । গত চার-পাঁচ বছর ধরে পুনরায় লেখালেখি শুরু করেছি। লেখার অনুপ্রেরণা যোগায় আমার ফেসবুকের বন্ধুরা যারা আমার লেখা পছন্দ করেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করে আমায় উৎসাহিত করে থাকেন। বর্তমানে একটি বেসরকারি ডি.এড. কলেজে কর্মরত।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প