কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

তৃষ্ণা 

তৃষ্ণা কবিতা – অভীক দাস

গন্তব্যের সন্ধানে মরু প্রান্তরে হেঁটে চলে তৃষ্ণার্ত পথিক!

গ্রীষ্মে দাবদহে উত্তপ্ত মরুভুমির,জ্বলধারা অতলান্তিক।

রোদ্দুরে গিলে খেতে চায়, কোমল জোড়া পায়ের পাতা!

ক্যাক্টাস উঁকি দিয়ে আশার কিরণ জাগায় মনে,বিধাতা।

পথিক মরুদ্যান দিয়েছে পাড়ি গন্তব্যের খুব কাছাকাছি!

মনে বিশ্বাসে গোধূলি আভায় বধূ হাতে সাঁঝবাতি অছি।

মরুদ্যান শীতলে তার ফেরার অপেক্ষায়,অসম রিক্ততা!

নিভন্ত প্রদীপে প্রজ্জ্বলিত করে,ছায়াময় হীনে মাদকতা।

তৃষ্ণার্ত ঠোঁটে শীতল জলের কলস হয়ে মরুর ওই বুক,

গোলাপের চাষে ছোঁয়াবে গন্ধরাজের পরশে আগন্তুক।

সুরধনী ভেসে আসে দূর প্রান্তর হতে,পুনরুজ্জীবিত তেজ!

সকল চাওয়া পূর্ণতা হয়ে,শত বাধা পেরানো দস্তাবেজ।

বিরহের আর্তনাদে,জনমেই শুধু কাঁদছি আমি যন্ত্রণায়,

ভিসুভিয়াসের লাভা বুকে নিয়ে, উত্তপ্ত মরু সাহারায়।

ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে,পৃথিবীতে আশায় ভালোবাসা!

চিরাচরিত নিয়মে ধোঁয়া,ব্ল্যাকহোলের দরজায় তামাশা।

অসংখ্য নক্ষত্রের মৃত্যু দেখা,কাঙ্ক্ষিত বৃষ্টির অঙ্গীকার!

প্লাবিত হওয়া এক ফোটা জল ছুঁতে না পারায় হাহাকার।

নিদারুণ অন্ধকার,বালুরাশি তপ্ততায় জাগে মৃত্যু দোয়া!

পৃথিবীরই কোনো কোণে,অনুরাগী গল্পেরা মন্ত্রে ছোঁয়া।।

তৃষ্ণা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!