পাখিসাজ কবিতা – হামিদুল ইসলাম
নিহত গোলাপে বিছানো শহর
লাশের উপর লাশ
মাংস কাবাব। বাসি গন্ধ। অচ্ছুৎ সংসার ।।
হিসেব মেলে না কিছুতেই
জোয়ার ভাটা অশ্রুজল
প্রতিদিন জলে জলে একাকার ।।
কাগজের নৌকোয় স্বপ্ন সাজাই
পাখি সমাজ চুরি করে ঘুম। অস্থি রক্ত মজ্জা ।।
ইতিহাসের পাতা থেকে তুলে আনি শৈশব
পুরোনো স্মৃতি
আমাদের পাঠশালার বিবর্ণ চালাঘর
তবু উৎসব
মনের গভীরে জমে ওঠে মেঘ। বিলুপ্ত দুরন্ত জনপদ ।।
মঙ্গলসুত্রে আঁকি কমল গান্ধার
দাফন বুকে ফিরে আসে
সব পাখি। ত্র্যহকাল। প্রতিটি শ্বাসে অক্ষম পুরুষকার ।।
তবু সাজিয়ে রাখি প্রাচীন কারুকাজ করা পুতুল জীবন
মানব জীবন
পাখি সাজ ।।
পাখিসাজ কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প