আজব ছড়া কবিতা – উৎপল গুহ
পারিস্ যদি — যা বলছি তাই করিস্।
বাঁধনহারা একরাশ সমুদ্রবাতাসে—
মিশিয়ে দিস — পাহাড়ী বৃষ্টিকে,
একঝাঁক রূপো – চাঁদের আলো
মিশিয়ে দিস ঝিঁঝিঁ পোকার ডাকে।
যদি পারিস সুনীল আকাশটাকে
ঝাঁকিয়ে দিস সাধ্যমত জোরে —
তারারা সব মাটির কঠিন বুকে
ফুলের মত পড়ুক — ঝরে-ঝরে,
ফিরতি ট্রেনে উঠতে যদি পারিস
পৌঁছে যাবি – শৈশবেরই ভোরে !
হঠাৎ যদি স্বপ্ন ভেঙে যায় – – – –
দেখবি চেয়ে সীমাহীন বিস্ময়ে ,
কাশবনের ঐ সীমানা ছাড়িয়ে
অপু ছুটে যায় দুগ্গার হাত ধ’রে।
শিউলি ফুলের সুগন্ধী আসমানে
শাঁখ বাজে ঐ সর্বজয়ার ঘরে।
কিইবা জানিস দুনিয়াদারির তুই
শোন্ তাহলে একটা সত্যি কথা —
লোকে হয়তো পাগল বলবে তোকে
শিল্পীরা সব—খানিক পাগল বটে !!
আজব ছড়া কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা