আমার সৃষ্টি
সৃষ্টি আমার পাখির ঠোঁটের
একটি সে খড়কুটো,
সৃষ্টি আমার পথের ধুলার
ধুলিকণা একমুঠো।
আমার সৃষ্টি নদীর কূলে
পড়ে থাকা বালুচর,
আমার সৃষ্টি দরিদ্রতায়
হতাশায় বাঁধা ঘর।
সৃষ্টি আমার শুকনো তরুতে
নব নব কিশলয়,
সৃষ্টি আমার নয় অপরূপ
না হোক বর্ণময়।
আমার সৃষ্টি অনামী কাব্য
পড়ে থাকা দিশাহারা,
আমার সৃষ্টি ভিক্ষুক বেশে
মলীনতা সাজে ভরা।
সৃষ্টি আমার না পাওয়ার মাঝে
একটু পাওয়ার সুখ,
সৃষ্টি আমার পরিযায়ী পাখি
আশায় বাঁধে সে বুক।
আমার সৃষ্টি মরুভূমি সম
খুঁজে ফেরে বারিধারা,
আমার সৃষ্টি হয়তো হারাবে
হয়ে আকাশের তারা।
সৃষ্টি আমার প্রলয় ঝড়েতে
হয়তো হারিয়ে যাবে,
সৃষ্টি আমার বৃষ্টি ধারায় ধুয়ে মুছে সাফ হবে।
অন্যান্য
১৪ই ফেব্রুয়ারি
বৃষ্টি-উৎসব | পার্থ চট্টোপাধ্যায়
বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়