রৌদ্র সরোবর কবিতা – তুষার ভট্টাচাৰ্য
প্রতিটিদিন তুমুল ঝগড়ার শেষে তর্জনীতে
উপেক্ষার চিহ্ন দেখালে
আমি তুলে ধরি ভালবাসার বর্ম শিরস্ত্রlণ ;
হতাশার চোরাবালিতে ডুবে গেলে
বসন্ত জোছনায় জানালা খুলে নীরবে শুনি কোকিলের কুহু কুহু কলতান ;
প্রতিটিদিন অবিশ্বাসের গোলকধাঁধায়
হারিয়ে যেতে যেতে দেখি আমার জন্য
জেগে আছে অরুণ আলোর পেখম তুলে
ভালবাসার এক রৌদ্র সরোবর l
রৌদ্র সরোবর কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা