কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪৩১ » নিজের বাড়ির ছাদ

নিজের বাড়ির ছাদ

নিজের বাড়ির ছাদ কবিতা – দিলীপ কুমার মধু

পাঁচশো টাকায় ঘুরতে গিয়ে 

চণ্ডী ভাবে মনে–

এ জায়গা ঠিক পছন্দ নয় 

যাই অন্যখানে। 

অন্য জায়গায় গিয়ে ভাবে– 

করছে না যে শুট 

ভেতরে পা দিতে গেলেই 

খুলতে হচ্ছে বুট। 

এ জায়গা যে ভ্রমণের নয়– 

গেলে অন্যখানে 

খাবারদাবার ভীষণ দামি 

কী যে কোথার মানে !

শেষে যখন টোটোয় চাপে 

পকেটে দেয় হাত 

সব টাকা যে ভাড়ায় গেল 

মাথায় বজ্রাঘাত।

যেখানে আর যাই না কেন 

ভ্রমণ-ট্রমন বাদ 

সব ভ্রমণের শীর্ষস্থান 

নিজের বাড়ির ছাদ।

নিজের বাড়ির ছাদ কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!