আপনজন কবিতা – কৃষ্ণ রায়
মানুষজনেরা পার হয়ে যাচ্ছে গাড়ি
পার হচ্ছে অনেক দূরের রাস্তাঘাট
এক দৌড়ে পালাতে চাইছে বহুদূর
যেখানে নেই ব্যর্থতার ভাঙা কপাট।
ছুটছে দেখে পাচ্ছে হাসি অনাবিল
এমনি করে ছুটছে অকারণ
জানতে পারলে শুনতাম তার কথা
সময় নিয়ে করতাম বারণ
কারণ সে তো ভুলে গেছে পথ
তার একটু বিশ্রাম প্রয়োজন
শুধুই ছোটাছুটি ছোট্ট বেলায়
মানায়, এখন তো চাই শান্তি যাপন।
আপনজন, আপনার কেউ চাই
তবেই তো তার ফুটবে মুখে হাসি
তবেই তো জানতে পারবে সুখ
আর চিনবে তার সুরের বাঁশি।
আপনজন কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর