পর হয়ে যাচ্ছে
পর হয়ে যাচ্ছে সব কিছু
এই রাত, এই অন্ধকার, এই একাকীত্ব
দূরে সরে যাচ্ছে খুব ধীরে
নৈঃশব্দ পাথরের মত কোন এক চাপা ব্যথায়
বিজলির মত হঠাৎ আসা সুখের হালকা ঝাপ্টায়।
পর হয়ে যাচ্ছে-
বুকের ভেতর জমিয়ে রাখা অভিমান
ক্লান্ত দেহে অবসরের অর্থহীন কাব্যিক কল্পনা
অলিখিত কবিতার সাথে আলিংগন, অপূর্ণ স্বপ্নের সাথে
বিরামহীন আলাপচারিতা, ধীর পায়ে হেঁটে চলা গল্পের মেঠোপথ,
চোখের তারায় লালিত রূপকথার রাজকন্যা।
পর হয়ে যাচ্ছে-
চায়ের কাপে অর্থহীন রাজনৈতিক বক্তৃতা,
চেনা শহরের সাথে চুপিচুপি কথার কাব্যমালা,
পকেটের শেষ কয়েনটার করুণ আর্তনাদ,
হিসাবের খাতায় না মিলা সংখ্যাটার একগুয়ে বাহাদুরি।
পর হয়ে যাচ্ছে-
আমার এই পৃথিবী,এই আকাশ,
এই মেঘ-বৃষ্টি,চিরদিনের চিরচেনা এই সুর,
হৃদয় জাগানো গানের কথা।
সব কিছু পর হয়ে যাক, তুমি শুধু থেকো পাশে
আমি নিঃসংগ এই হাত আমৃত্যু বাড়িয়ে রাখব তোমার জন্য,
এই পৃথিবীর প্রান্তরে দাঁড়িয়ে কেবল তোমার জন্য এক হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নিয়ে,
পর হয়ে যেও না তুমি।
অন্যান্য
১৪ই ফেব্রুয়ারি
বৃষ্টি-উৎসব | পার্থ চট্টোপাধ্যায়
বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়