কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

ফলকনামা

ফলকনামা কবিতা – মনোজ অধিকারী

এক একটি সমুদ্র ঘিরে ধরে আমাকে
জলের ভিতর ন্যাংটো হয়ে সেলফি তোলে
সাপ ব্যাঙ কাঁকড় মাকড় কত ছবি
আমি পেঁচিয়ে থাকি আগাছার মতন, জলে

আমার কোন দূর নেই, নেই দূরের সম্পর্ক
এক হাতে লিখি দুই পায়ে চলি নিমিষে
জ্যোৎস্না মাঝে মধ্যে বেড়াতে আসত
খোঁজ নেই বহুদিন হল, এত বড় আকাশে

আমিও প্রাচীন হব বলে দাঁড়িয়ে থাকি সৌধস্তম্ভ
সাহাজানের সাথে এখন আমার সম্পর্ক ভালো
আমিও একটা তাজমহল কিনে এনেছি, এই দেখো…

ফলকনামা কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!