কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » অণুগল্প » প্যাঁচ

প্যাঁচ

প্যাঁচ – তপন তরফদার

প্যাঁচ কত ধরনের বা রকমের হতে পারে তার অনুসন্ধান করতে গিয়ে ঘনাদা কোনো তল পায়নি। প্যাঁচ যারা কষে তাদের চালচলন দেখে ধন্দ কাটেনা ঘনাদার। বাজারে সুনাম বা দুর্নাম আছে ঘনাদার ও ওই প্যাঁচালো লোক বলে।প্যাঁচালো লোকদের কথা উঠলেই মনে হবে মিথ্যাচারের বেসাতি।অথচ গুনিন থেকে রাষ্ট্রনায়করা সবাই নিজের পরিকল্পিত প্যাঁচ কষে কিস্তিমাত, বকলমে কার্যসিদ্ধি করে।এদেরকে বাজেলোক বললেই ফোঁস করে ওঠা সমীচীন নয় বলে মনে করে ঘনাদা।

আমাদের টেঁপি দ্বীরাগমনে এসেছে।সঙ্গে এনেছে গা ভর্তি গয়না। টেঁপির একটা বালা পাওয়া যাচ্ছেনা।ঘনাদা আদ্যোপান্ত শুনে মনে মনে কি প্যাঁচ কষবে ঠিক করে নেয়।টেপিঁর ঠাকুমা হরিমতি এখনো বেঁচে।নাতনীর বালা হারিয়ে গেছে বলে ভীষণ মন খারাপ। ঘনাদা ঠাকুমাকে কানে কানে বলে বালা চুরি হয়েছে।আপনি পাকা বিন্তী খেলুড়ের মতো সাজানো প্যাঁচলো তাস গুলো আমার পরামর্শ মত ঠিক করে চালুন, ফল ফলবেই।

হরিমতি ঘোষণা করলো নাতনির বালা না পাওয়া গেলে অন্ন জল মুখে তুলবেনা।সবাই সান্ত্বনা দেয়।চিত্রা মাসিমাও অনুরোধ করে।হরিমতি কাঁদতে কাঁদতে অভিসম্পাত দেয় “আমার নাতনির হার যে চুরি করছে তার ছেলে অকালে ছটফট করে মারা যাবে।

পাড়ার চিত্রা মাসিমা,যিনি বয়সকালে দেখতে সুচিত্রার মতো নায়িকা ছিলেন এখন পাড়াপড়শীদের বাড়িতে ঢুঁ মেরেই বেড়ান।সঙ্গে সুদক্ষ চালমারা গাল ভরা বুলি।দেশের বাড়িতে হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া।কত যে পুস্করণী ছিল হাতে গোনা যায়না। ছেলে টেকসাসে থাকে। ঘনাদা ছানবিন করে জানতে পেরেছে ওই ছেলে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে পড়াশুনা করে এখন আমেরিকায় থাকে। কিন্তু তেমন কিছু কাজকর্ম করেনা। কিন্তু মাসিমা গালভরা কথা বলে নিজের ফুটুনি বজায় রাখে।

চিত্রা মাসিমার মোবাইলে বেজে উঠলো, তোমার চিন্তা তুমি কর মা, আমার চিন্তা,,,।মাসি হাসতে হাসতে বলে ছেলে আমেরিকা থেকে ফোন করেছে। হ্যালো বলতেই ও প্রান্ত থেকে ফিশফিশ করে বললো আমি আপনার ছেলের বন্ধু বলছি।আপনার ছেলের ধূম জ্বর।জ্বরের ঘোরে বলছে ‘বালার জন্যই আমার জীবন যাচ্ছে।‘ চিত্রা মাসিমা প্রায় দৌড়ে ঘরে যায় আবার চলে আসে।চোখের পলকে টেঁপিদের কলতলায় ঢুকে টিনের দরজায় হুড়কো টেনে দিয়ে চিৎকার করতে থাকে ওরে টেঁপি তুইতো বালা কলঘরে ফেলে গেছিস।

হরিমতি ঘনাদাকে মিষ্টিমুখ করিয়ে বলে,তোমার প্যাঁচ সঠিক ছিল।একটা বালার থেকে ছেলের জীবনের দাম বেশী।

প্যাঁচ অণুগল্প – সমাপ্তি

যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন

error: Content is protected !!