আমার সোনা গ্রাম কবিতা – তাপস বর্মন
যার বুকেতে জন্ম নিয়ে
ধন্য নিজ নাম,
ওই যে দূরে মাঠের পরে
আমার সোনা গ্রাম।
ছায়ায় ঘেরা মায়ায় মোড়া
শান্তি চির স্থির,
পাখির সুরে নিত্য ভোরে
খুশি জমায় ভিড়।
শীতল বায়ু জুড়ায় আয়ু
ঝিরঝিরিয়ে বয়,
পাহাড় নদী ঝর্ণা ডেকে
হাজার কথা কয়।
এপার থেকে ওপার গেছে
ধূলায় মাখা পথ,
গরুর গাড়ি ছুটছে যেন
স্বর্গ থেকে রথ।
মানুষ গুলো সরল বড়
হিংসা কোনো নাই,
যেথায় থাকি আসবো ফিরে
হেথায় পেতে ঠাঁই।
আমার সোনা গ্রাম কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর