অন্য রূপে মা কবিতা- সুভাষিস দত্ত
এবার মা তুই অন্য ভাবে আয়
আসিস না আর ওই চিন্ময়ীতে,
আয় না এবার রক্তদন্তিকা হয়ে
নয়তো অন্য কোন ভয়ঙ্করী রূপে।
কি হবে মা, তোর ওই চিন্ময়ী রূপে
মন ভোলাবি? তোর জগৎ জুড়ানো মৃন্ময়ীতে,
এতে কি আদৌ কষ্ট ঘুচবে রে মা
যারা রোজ নির্যাতিত তোর কোলেতে?
তোর কোলেতেই প্রতি মুহূর্তে
ধর্ষিত আজ কত মেয়ে,
হায়না গুলো তাদের ছিঁড়ে খাচ্ছে
মানব রুপী দানব হয়ে।
কত মায়ের আজ কোল হলো খালি,
কত বাবা তার মেয়ে হারালো,
তার ছোট্ট বোনটির ভালোবাসা থেকে
কত ভাই আজ বঞ্চিত হলো।
সেই ছেলেটাও আজ গুমরে মরছে
যে দেখেছিলো স্বপ্ন তার মেঘবালিকার,
সে ভেবেছিলো ওরা দুজন মিলে বাঁধবে ঘর
তার প্রেয়সীকে নিয়ে গড়বে সুখের সংসার।
এরপরেও কি মা তুমি চুপ করে রবে
উঠবে না জেগে রণচন্ডিকা রুপে,
দেবে না শাস্তি ওই নরপিশাচদের
যারা কলঙ্কিত করেছে নারীশক্তিকে।
আয় না এবার দেবী কালিকা রুপে
নিধন কর ওই ধর্ষণকারী অসুরদেরকে,
বধ কর মা ওই জঘন্য নরপাপীদের
যারা মেতে উঠেছে নোংরা রাজনীতিতে।
তারপর না হয় আবার আসিস
ওই জগৎ জুড়ানো মৃন্ময়ী রুপে,
আবার আমরা উঠবো মেতে
তোর আসার আগমনী সুরে
তখন মোরা করবো সবাই
তোর ওই মাতৃ রুপের বন্দনা,
আর এই ধরিত্রীর বুকে প্রতিষ্ঠিত হবে
নারীশক্তির শুভ আরাধনা।
অন্য রূপে মা কবিতা- সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর