শিক্ষার উপহাস কবিতা – অর্পিতা দাস
কী রে? এবারের পরীক্ষায় পাস হবে তো!
পাস করেও লাভ কী? ঝুলিয়ে রাখবে,
শিক্ষিতের পরিমাণ বাড়লেও চাকরি নেই
সবাই কিন্তু একটা সিটের জন্যই লড়বে।
কে ছাড়বে কার সিট? কেউ কারো না
বেকারত্বের জ্বালা যে সত্যি বড্ড করুণ,
বাবা-মা’কে সেরকম কিছু দিতেও পারিনা
একালের শিক্ষার দুর্দশা প্রচন্ড নিদারুণ।
রাস্তাঘাটে শুয়ে গড়াগড়ি দেয় শিক্ষা,
ভাবলেই কষ্ট হয় এ তীব্র লজ্জার ব্যাপার!
তবুও দাঁতে দাঁত চেপে ধর্না দিয়ে বসেছে
আসলে, গা সওয়া হয়ে গেছে সবার।
কিন্তু আর কদ্দিন? যুগের পরিবর্তন হোক
যোগ্যরা এগিয়ে যাক যোগ্যতার বলে,
চাকরি বিক্রির গল্প তবে এবার বন্ধ হোক
পায়ের জুতো খসে যায়, তবু হেঁটে চলে।
শিক্ষার উপহাস কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
প্রচ্ছদ
কায়দায় জীয়ন কায়দায় মরণ
পিরীতি কাঁঠালের আঠা