ভালোবাসা এক যুদ্ধের নাম কবিতা – পিঙ্কু চন্দ
আমাকে যেতে হবে সঠিক সময়ে যেতে হবে
পথ করে দিতে হবে অনাগত দিনকে
যারা অপেক্ষায় আছে যুদ্ধের জন্য
যে যুদ্ধ মানুষকে বাঁচতে শেখায়
প্রতিটা সফল মানুষই একজন প্রকৃত যোদ্ধা
এ যুদ্ধের জন্য কোন আগ্নেয়াস্ত্র লাগে না
শুধু একটাই অস্ত্র যার দ্বারা সব জয় করা যায়
কোন শপিংমলে তাকে খুঁজে পাওয়া যায় না
তবু গুপ্তধনের মত মানুষ তার খোঁজে হাঁটে
কোন ম্যাপ নেই, নকশা নেই, নেই দিক নির্দেশ
শুধু ভবঘুরের মত মানুষ খুঁজে বেড়ায় তাকে
সে এক অমোঘ শব্দ অথবা নিঃশব্দের খেলা
মন উচাটন করে তবু সে নাগালের বাইরে
অধরা ভীষণ তবু খুব কাছে ফুলের মত নরম
আমাকে যেতে হবে সঠিক সময়ে যেতে হবে
ভালোবাসার ফুল ছড়িয়ে সাজিয়ে রাখা পথ
যে পথের অন্তরা খুঁজে পায়নি কেউ কখনও
যেতে যেতে আমি যেন বলে যেতে পারি –
ভালোবাসো, ভালোবাসো, ভালবাসা এক
অনন্ত যুদ্ধের নাম যে ফুল ফোটাতে জানে।
ভালোবাসা এক যুদ্ধের নাম কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
শাস্তি
তিতির কান্না