ভালবাসি কবিতা- সরিফা খাতুন
তোমাকে আমি খুব সহজেই ছেড়ে আসতে পারতাম,
কিন্তু আসিনি|
আমি বারবার তোমার সাথে কথা বলতে চাইতাম কিন্তু তুমি চাওনি,
আমি চাইলে তোমার সাথে কথা না বলেও থাকতে পারতাম|
তুমি যেমন সহজেই ভুলে গেছো,
ইচ্ছা করলে আমিও সহজেই ভুলে যেতে পারতাম|
তুমি যেমন অন্য কাউকে গ্রহণ করেছো,
চাইলে আমিও অনায়াসেই অন্য কাউকে গ্রহণ করতে পারতাম|
আমি থাকতেও তুমি যেমন অন্য কারোর সাথে প্রেম করতে, চাইলে আমিও অন্য কারোর সাথে প্রেম করতে পারতাম|
তুমি যেমন অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত থাকতে, চাইলে আমিও অন্য কারোর সাথে মনের কথা শেয়ার করতে পারতাম|
তুমি বিনা কারণে ছেড়ে গেছো,
অথচ আমার কাছে হাজারটা কারণ ছিল তোমাকে ছেড়ে আসার|
যে কোনো একটা কারণ দিয়ে আমি সহজেই তোমাকে ছেড়ে আসতে পারতাম|
সবথেকে বড়ো কারণ ছিল আমি থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসতে|
ছেড়ে আসার এত কারণ থাকলেও, আমি ছেড়ে আসিনি|
কারণ তোমাকে ছেড়ে আসার হাজারটা কারণ থাকলেও,
থেকে যাওয়ার একটা কারণই আমার কাছে যথেষ্ট ছিল, তোমাকে ভালোবাসি|
ভালবাসি কবিতা- সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর