প্রতি বছর, মা সরস্বতী ফিরে আসেন আর আসবেন ভাসানের পর। কিন্তু সঙ্গীতের দেবীর (লতা মঙ্গেশকর) বিসর্জনের পর তাঁর প্রত্য়াবর্তন তো আর হবে না কখনওই। শতাব্দীর পর শতাব্দী বইবে এই শোক।
দেবী সরস্বতীর বরকন্যা সুরের ঝর্ণা লতাজীর বিয়োগে শোকাহত সারা ভারত তথা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষ।আর তাঁকে উৎসর্গ করে কলম তুলে নিলেন কবি শ্রীজাত ।
তাঁর গলায় প্রায় ২০০-র কাছাকাছি বাংলা ভাষায় গান রয়েছে। সেই সব কালজয়ী গানেই বাঙালি সারিয়ে নেবে মন খারাপ।
লতাভক্ত কবি শ্রীজাত বন্দ্য়োপাধ্য়ায়ের এর লেখা একতি কবিতা। আবৃত্তি, আবহ ও প্রযুক্তিতে পরিবেশনে সৌরভ মিত্র এবং ক্যামেরায় সৌরভ ব্যানার্জি।
ভাবনা আপনার প্রকাশ করবো আমরা
অন্যান্য
কবিতা মানসী | আবৃত্তি সৌরভ মিত্র
আশা | স্বাগতম হালদার
তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম