শুধু কবিতার জন্য কবিতা – উজ্জ্বল সামন্ত
শুধু কবিতার জন্য মুহূর্ত অপেক্ষায় মনের আলিঙ্গন,
কলমের কালিতে আবেগ অনুভূতি, শব্দের সিঞ্চন।
শুধু কবিতার জন্য আরও কিছু দিন বাঁচার ইচ্ছা,
কবিতায় ভাঙি কবিতায় গড়ি, শব্দের ফুলশয্যা!
কবিতা এক চিলতে রোদ্দুর, অন্ধকারের বুক চিরে,
সুখ, দুঃখ, বিরহ, মিলনের আহ্বান,জীবনের সংস্পর্শে।
শব্দেরা স্বাধীন কলমের আঁচড়ে গদ্য অথবা পদ্যে,
কবিতা যখন জীবন্ত হয়ে ভেসে ওঠে হাজারো কন্ঠে।
শব্দের প্রেমে ছন্দের তালে কত কি ভাবনা বন্দী,
কবিতা যেন চির যৌবনা প্রেম, কবিও আমৃত্যু সঙ্গী।
কল্পনা আবেগ বিবেক অনুভূতি মিলনের সংমিশ্রণ,
শুধু কবিতার জন্য জীবনের খোঁজ, ভাষার নিমন্ত্রণ।
শুধু কবিতার জন্য কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প