ভোগবাদ কি প্রয়োজনীয় নিবন্ধ – রাজা দেবরায়
ভোগবাদ যে প্রয়োজনীয় (সাধারণ কিছু ছাড়া) সেটাই আমরা বুঝতে পারতাম না যদি না ভোগবাদের প্রচারক মূলত বিজ্ঞাপন আমাদের সেটা না দেখাতো। দেখায় বলেই প্রয়োজনীয় মনে হয়। না দেখালে প্রয়োজনীয়তার কথা জানতাম-ই না বা ভাবতাম-ই না আমরা। অর্থাৎ ভোগবাদী হওয়াটা আমাদের জীবন ধারণের জন্য প্রধান বা মুখ্য শর্ত নয়। চাহিদা সৃষ্টি করছে এবং করা হচ্ছে পুঁজিপতিদের দোসর হয়ে!
এই অবস্থায় আমাদের ভোগবাদ থেকে বেরিয়ে মাথাকে কাজে লাগিয়ে বুঝতে হবে আদৌ কোনটা প্রয়োজনীয় আর কোনটা প্রয়োজনীয় নয়। ট্রেণ্ডি হলে চলবেনা আমাদের। জীবনকে শান্তিময় ও সুখময় করে তুলতে চাইলে ভোগবাদ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে, কেনোনা ভোগবাদের কোনো সীমা নেই, ভোগবাদের কোনো শেষ নেই।
তাই ভোগবাদের চক্করে না পড়ে সহজ, সরল, স্বাভাবিক জীবনই আমাদের বেছে নেওয়া উচিত। তা না হলে এর মূল্য আমাদের দিতে হবে এবং দিতে হচ্ছেও।।
ভোগবাদ কি প্রয়োজনীয় নিবন্ধ – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
চাঁদ থেকে সূর্য : ভারত এখন বহির্বিশ্বের রাজপুত্র
ভরুয়া
উদ্বর্তিনী