অলীক চেতনা কবিতা – দীপায়ন নাথ
যতবার তোমায় কল্পনা করেছি,
কবিতার রূপ দিয়েছি ততবার।
কবিতার রূপককে ভেসেছি যখনই,
তখনই তোমায় চুম্বন করেছি।
চুম্বনে মৃত্যু! চুম্বনে জীবন!
ভেঙেছি অণু-পরমাণুতে হাজারো-বার।
প্রেমের কলম অক্ষয় হোক,
আমার চিন্তাধারায়।
অলীক চেতনায় বেঁচে থাকুক,
আমার ভালোবাসা।
অলীক চেতনা কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা