যদি পাই ভালোবাসা কবিতা – দীপঙ্কর বেরা
যদি পাই বাসা আর ভালোবাসা
বাঁচব আমরা সুখে
করে ভালো কাজ রাখব না লাজ
থাকব সবার বুকে।
জমা করা মিছে যাবে না তো পিছে
মুছে যাবে সব কিছু
পরের কারণে কাজ করা মনে
হব না কখনো নিচু।
নীলাভ আকাশ বইছে বাতাস
দেখছি দু চোখ মেলে
হলে দেহ লীন রাখব না ঋণ
সব কিছু যাব ফেলে।
টাকার পাহাড় মেনে নেবে হার
থাকবে মনের ভালো
তোমাদের মাঝে সকালে ও সাঁঝে
মুছে যাবে সব কালো।
যাই কত দিক করি ভুল ঠিক
মিটে যায় কত আশা
সকলের সাথে এ জীবন মাতে
যদি পাই ভালোবাসা।
যদি পাই ভালোবাসা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প