কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পুজো সংখ্যা ১৪৩১ » দেবীপক্ষ

দেবীপক্ষ

দেবীপক্ষ কবিতা – সম্পূরণ বন্দ্যোপাধ্যায়

জলছবি 

      বারান্দা

           রোদ্দুর !

একছুটে যাওয়া যায় যদ্দুর —

     স্কুল-ছুটি, কাশবন,

     পেঁজা- মেঘ উন্মন ;

   রমরমা শিউলির খুশবুর ।

 শহরের কোণে লাগে হর্ষ ,

 নতুন জামার সুখ স্পর্শ ।

    এক নয়, একসাথে 

    হাত দাও এই হাতে;

 কেন আজও গোমড়া বিমর্ষ ?

 অকাল-বোধন করি রচনা,

 মুছে যাক গ্লানি অবমাননা।

     ত্রিশূল ফলার ঘায়ে

     প্রাণ পাক বরাভয়;

  নবীন যুগের হবে সূচনা ।

আজ নতুন ভোরের হবে সূচনা।

দেবীপক্ষ কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!