কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

ছায়াছবি

ছায়াছবি কবিতা – তূয়া নূর

ভুলতে চাও 

মুছে ফেলতে চাও

ধুয়ে ফেলতে চাও 

কেটে ফেলতে চাও চোরকাঁটা ভরা প্রিয় নীল শাড়ির আঁচল 

কাটো! যা ইচ্ছে খুশী করো!

মুছে দিতে গিয়ে যাদুর লেখার মতো ফুটে উঠেছে আলোতে 

ব্যথা গুলো ফুলে ফেঁপে ওঠে

ভেঙে পড়ে শক্ত করে একটা বাঁধা বাঁধ। 

স্বপ্নে দেখা এক আকাশ ভার হতে হতে 

নারকেলের খোলার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। 

ছায়াতল খুঁজতে এসে অরণ্য প্রান্তর শূন্য মনে হয়। 

নিজের ভেতর নিজের দাড় করাতে তার সাথে কথা। 

সব শেকল ভেঙে পিছুটান পিছে ফেলে 

নিরাপত্তা নিচ্ছিদ্র করে 

আলোবাতি নিভিয়ে দিলে

ঘরে সাদা দেয়ালে তার ছায়াছবি ভেসে ওঠে। 

ছায়াছবি কবিতা – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!