ইচ্ছে ডানায় কবিতা – ক্ষুদিরাম নস্কর
তোমরা মা’গো সবকিছুতে করছো বাড়াবড়ি,
আমায় নিয়ে বাড়ি কেন ভাগ হয় আড়াআড়ি?
তোমার ছেলে মন্দ শুধু,সবার ছেলে ভালো?
সবাই তারা অন্ধকারে বিজলী বাতির আলো!
পাশের বাড়ির ছেলে,সে তো আস্ত সোনার ঢেলা,
কি পারে’না!হীরের টুকরো, পড়া, আঁকা, খেলা।
তোমার চোখে সবাই সেরা বোগাস শুধু আমি,
এমন ছেলে আর কারো নেই একটাও কম দামি।
লোকের দেখে লাভ কি মা গো কষ্ট পাবে মনে।
তারপরে তো করবে নালিশ বাবার মুঠোফোনে।
নালিশ তো নয় ঝগড়া যেন মাথায় করে পাড়া,
জোর করে ফোন রাখলে বাবা তবেই তো পান ছাড়া।
বাবার আদর পেয়ে নাকি বড্ড বকে গেছি,
সেই নিয়ে তো রোজদুবেলা চলছে চেঁচামেচি।
দুষ্টুমিতে আমিই সেরা সবার তুমি বলো,
ইচ্ছে আমার না থাক তবু টেনেই নিয়ে চলো।
চাপ দিয়ে মা চমকপ্রদ হয় না দেব লিখে,
ভালোবাসায় সব কিছু হয় দেখ’না চারদিকে।
চলতে চলতে ক্লান্ত মাগো মুক্তি কবে পাবো?
ইচ্ছে ডানায় মন মেলে মা একটু উড়ে যাব!
ইচ্ছে ডানায় কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প