ইচ্ছে কবিতা – অভিজিৎ দত্ত
তোরা যদি ইচ্ছে করিস
অনেক কিছু করতে পারিস
তোদের শুভবুদ্ধি জাগবে কবে ?
আমাকে কেউ বলতে পারিস ।
ভেবে চিন্তে দেখ
এসেছিস একা,যাবিও একা
বৃথা কেন, নিজেকে দিস ধোঁকা
পারিসতো দেশের, দশের জন্য কিছু করে দেখা।
দিনকে দিন
মনটা যেন হচ্ছে ছোটো
ভালো কাজকে সন্দেহ করা
নিজে কিছু করতে না পারা
এই সব সংস্কৃতি রপ্ত করেছি আমরা ।
বস্তাপচা মনোভাব সরিয়ে দিয়ে
খারাপ মনটাকে হারিয়ে দিয়ে
ভালো কিছু করে যা সবার জন্য
একটা দাগ রেখে যা পৃথিবীতে
নিজের জন্য ।
ইচ্ছে কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প