মরুর টানে – অরিজিৎ দাস
জ্বলন্ত তাপ, উঠেছে শাপ;
নিস্তার নেইকো কারো।
যেদিন শেষে, রুদ্র বেশে,
পুড়েছে মরু আরও;
নিরন্তর হাওয়া, দিকে দিকে চাওয়া!
রূপ হয়েছে হীন।
মরিচিকা পানি, দিয়ে হাতছানি;
কাল আসছে দিন প্রতিদিন।।
শকুনের কানে, নিয়মের টানে;
লাল হয়েছে জাহাজ,
ললাটের লেখা, দেখে বেশ শেখা;
হয়েছে ক্ষিণ আজ।।
জোছনার টানে, মানে অভিমানে,
তবু আসা রাখে সখী।
মনে তবু থাকে, আবার আসুক পাকে,
রক্তবীজ বধ আবার দেখি।
মরুর টানে কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
দেবীপক্ষ
দুর্বোধ্য শব্দেরা