মরা নদী কবিতা – অজয় হালদার
প্রজাপতি তোমার ডানার রঙে
আজ মিশে গেছে ধূসর পান্ডুলিপি।
ধানক্ষেতের সোনালী আলোয়
তুমি ছুঁয়ে ছিলে জীবনের চেতনা
সৌন্দর্য্যে রাঙিয়েছো জীবনের রামধনু।
দুর্ভাগ্য বিশ্ব উষ্ণায়নের কবলে পুষ্প রসহীন
সৌরভহীন উদ্যানে তুমিও সৌন্দর্য্য হীন।
অতীতের গতিময় মসৃণ চাকায়
মরচে ধরে বর্তমানের প্রবাহমানতা
নিয়ন্ত্রক নিয়ন্ত্রনহীন যুগগত পরিচর্যায়।
কেটে যায় দিন বছরের পর বছর
অমানিশার পদস্পর্শে আবছা হয়ে
রয়ে যায় সময় দৃষ্টিহীনতার রোগে।
ধরে রাখতে পারিনি। বৃথা চেষ্টা!
মনের গভীরে সুমন যদি ডেকে আনে
জীবনের সর্বজনীন মানবাধিকার
তাহলে কুজন থাকে ক জন?
আজ রঙের রোশনাই সকলে মশগুল
ভুলে গেছে সব মাটি জল আলো বাতাস
ফিকে জলছবিতে হিংসা খুন মারামারি।
সুজনে কুজন ভেবে কুজনে সুজন
তবুও একে একে চলছে তরী মরা নদীর চরে।
মরা নদী কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প