ভূতের বেগার কবিতা – স্নেহাশিস মুখোপাধ্যায়
রিক্সাওয়ালার বাপ মরেছে,
রিক্সা বলে সুন্দরী।
সুন্দরীকে বাড়ি দিয়েই
রিক্সা খাড়া-থোরবড়ি।
রিক্সা ভেঙে গেছে,
ধাক্কা দিলো লরি।
লরিরও কি খুব ইচ্ছে ছিলো,
ভবীর নাম গা-জোয়ারি!
গা-জোয়ারি, গাজোয়ারি গো!
লরি না হোক, অন্য কোনো যান।
রাস্তা মানে ঘোড়সওয়ার,
আর যুদ্ধ মানে দান।
কি দান গো, কি দান করি?
কেন, তোমার রক্ত?
ওমা, তুমিই কি সেই-সেকেলে
সুভাষ বুকের ভক্ত?
ধ্যাৎ, একেলে এক বাউণ্ডুলে,
কেউ কোত্থাও নাই।
ভক্ত বাঞ্ছা পূর্ণ ক’রবে
ধর্ম রাজার দাওয়াই।
কোন রাজা সে, কোথায় থাকে,
সে তো পুঁথির পাতায় গো…হেই,
আরে রাস্তা মানে যমরাজা,
আর ধাক্কা মানে দাওয়াই…ধেই!
রিক্সাওয়ালার বাপও এ রাস্তায় মরেছিলো।
কবে মরেছে, তা জানি না,
মোট কথা মরেছিলো।
এখন এই ভাঙা রিক্সা
পুরনো কথা মনে করিয়ে দিলো।
রিক্সাওয়ালার সুন্দরীরা, মানে যাত্রি,
মানে, রোজকার…(রোজগার)…
রাত্রি হলে
রিক্সা চেপে হাওয়া খেতে যেতো।
সেই রিক্সার সুন্দরীকে তোমার মনে ধ’রলো।
রাস্তা মানে ঘোড়সওয়ার,
আর যুদ্ধ মানে, ফললো।
সুন্দরীটা নিখোঁজ,
তারপর কোন্ এক আস্তানায়,
তার ঠাণ্ডা শরীর খুঁজে নে বের ক’রলো!
কে আবার, পুলিশ ছাড়া!
কিন্তু কেউ জানে না আসল কথা।
আসল কথা রাত্রি হলে…
খুব রাত্তির…
সুন্দরীটার পায়ের শব্দ
এ তল্লাটে শোনা যায়।
ভবীর নাম জোয়ারি,
সে, যে জোয়ারিই হোক।
রিক্সাওয়ালাও কিছুদিন
ওই জোয়ারে ডুবেছিলো।
মাঝে মাঝে রিক্সাওয়ালার
মুখের আদল বদলায়।
ভূতের বেগার কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প