কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » সূচনা পর্ব » কবিতা » বাদল বেলায় | সুরঞ্জন মাইতি

বাদল বেলায় | সুরঞ্জন মাইতি

Bengali-Webzine

বাদল বেলায়

মেঘলা মনের তরী খানি ভাসে

রিমঝিম এই বৃষ্টি ধারায়.

রঙীন বরষা পাগল করেছে

হৃদয় আমার মাতিয়ে দিয়েছে,

সুখদুখ আজ সব কিছু ভুলে

তার সাথে মাতি দুবাহু বাড়ায়।

যেন সব বাধা ফেলে, ডানা দুটি মেলে,

তার সাথে আজ মন ভেসে যায়।

এই শূন্য জীবনে কতটা পেলাম

কার তরে কবে কতটা দিলাম,

হিসাব নিকাশ পড়ে থাক সব

জীবন খাতার জীর্ণ পাতায়।

সকল কাজের থেকে আজ ছুটি

যত শৃঙ্খল দু হাতেতে টুটি,

মাতিয়া বেড়ায় অজানা নেশায়

রিমঝিম সুরে মন ভরে যায়।

এসো হে বরষা, মনের হরষা

ফিরে ফিরে এসো তুমি বারবার,

তব স্নিগ্ধ প্লাবনে ধুয়ে মুছে যাক

গ্লানি যতো মোর হোক চুরমার।

তুমি ক্লান্ত পথের পথিক আমার,

মরু উদ্যানে জীবন জোয়ার

তোমারই পরশে সে কোন হরষে

গেয়ে যাই গান অজানা নেশায়।

সুরঞ্জন মাইতি

error: Content is protected !!