কপালটা খারাপ – অভিষেক ঘোষ
কপালকে ভ্রূকুটি করে লাভ নেই বুঝে,
গাঢ় কুয়াশায় কাঁধ অবধি ডুবে,
বসে থাকে নাড়া-বুনে জীবন ।
প্রজাপতি ওড়ে, বৃষ্টি পড়ে,
চায়ের দোকানে কেটলিতে, উঁচু থেকে,
নেমে আসে ঝরণার মতো সাদা দুধ ।
কপালটা খারাপ, কোনো সবজান্তা
ওস্তাদকে ডেকে মেরামত করিয়ে নেওয়া দরকার ।
অথচ সময় হচ্ছে না – এই এক নিষ্ঠুর দেবতা,
সবচেয়ে অলস । শামুকের গতিতে দেহ থেকে
খুলে নেয় সমস্ত আভরণ, আবরণ, বর্ম ।
তকমা-আঁটা পেয়াদার মতো কপালের কান ধরে,
হিড়হিড় করে টেনে নিয়ে যায় সময়ের সহচরীগণ ।
‘কানামাছি ভোঁ ভোঁ’ রব তুলে যতক্ষণ না,
অন্য কোনো অভাগাকে ধরে ফেলা যায়,
কপালের ফের কাটে না ।
কপালটা খারাপ কবিতা – সমাপ্তি
জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
বসন্ত ফেরে