আগমনী শরৎ কবিতা – পায়েল মণ্ডল
বর্ষার মেঘলা দিনের শেষে
শরৎ রবি উঠলো হেসে। আকাশ মাঝে উঠলো ভেসে
পেঁজা তুলোর মেঘ,
শিশির ভেজা শিউলি পথে
আগমনী সংকেত।
শরৎ এলো সঙ্গে এলো
শারদীয়ার আনন্দ,
ঢাকের উপর পড়লো কাঠি
সঙ্গে ধুনোর গন্ধ।
মেঘের ভেলা আকাশজুড়ে
ছুটির ছবি আঁকে,
পদ্মবনে লাগে বাতাস
পুলক মনে জাগে।
শরৎ এলো সঙ্গে এলো
আনন্দের দিন,
আজ শরতের মিষ্টি হাওয়া
খুশিতে রঙিন।
আগমনী শরৎ কবিতা – সমাপ্তি
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
ভরুয়া
উদ্বর্তিনী
নীলবাস্প