বসন্তের এই শুভ ক্ষনে কবিতা – পূজা ঘোষ
বসন্তের এই শুভ ক্ষনে-
আবার বুঝি হোলি এলো,
সস্তার এই আবির রঙে
নাইবা হৃদয় রঙিল হলো।
এবার হোলির নতুন রঙে,
রঙ ধরাবে সঙ্গোপনে।
সেই রঙেতেই রাঙিয়ে দিও
যেজন আছে হৃদয়ের কোনে..
ফাগুন মাসে আগুন জ্বলুক
প্রেম প্রিয়সীর লাজুক চোখে,
হাসি ফুটুক ওই রঙেতেই-
একঘেয়েমি লাজুক ঠোঁটে।।
বসন্তের এই শুভ ক্ষনে কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন
অন্যান্য
বাংলার রূপের সাত সতেরো
সাগর দেখার স্বপ্ন
আসমান সে ভি উঁচা