আশা_নিরাশা
তুমি চিরকাল সভ্যতার চাকা সামলে
আজ অনাহারে, নতুন সভ্যতার অসুখে।
তুমি ভয় পেয়েছ আজ অন্ধকারে
তোমার আকুতি চাপা পড়ল বিশ্বনীতির আড়ালে।
আমি তাও বলব ভয় পেও না, হে দানি
এই যুদ্ধের শেষে ভাল হবে সব, জানাচ্ছে আগামী।
তুমি মনের মধ্যে একটুখানি স্বপ্নের আলো জ্বালো
এই বিশ্বপ্রকৃতি নিশ্বয় করবে ভালো।
আজ এই আধার রাতে, প্রকৃতি যখন অশান্ত…
পুরাণের দানব আজ
দেবী লক্ষ্মীর বরে বিলাসিতায় মত্ত !
তাই তোমার হৃদয়ভাঙা আকাশ
আজ শহুরে সভ্যতাকে করেছে ঘর বন্ধ।
তাইতো প্রকৃতি আজ তার
পুরোনো ছন্দে ফিরতে ব্যাস্ত।
তুমি ভয় পেও না আর
তোমার জন্য আগামী নিশ্চয় হবে ভাল,
পৃথিবী সুস্থ হওয়ার পর
নতুন কোনো চাণক্যের নীতি
আবার আনবে মানবসভ্যতার ছন্দ।
তুমি জেনো বিশ্বপরিস্থিতি সামলে,
মানুষ আবার স্বপ্নের পিছনে ছুটবে।
আমি জানি তুমি আবার নাম লেখাবে
চিরকালের হাল না ছাড়ার দলে।
আশা_নিরাশা কবিতা – সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
১৪ই ফেব্রুয়ারি
বৃষ্টি-উৎসব | পার্থ চট্টোপাধ্যায়
বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়