কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » পূজা সংখ্যা ১৪৩০ » ছোটগল্প » একা তবু একা নয়

একা তবু একা নয়

একা তবু একা নয় ছোটগল্প – ছন্দা দাম

রিমিতার হাতটা নিয়ে অনীষ আলতো করে ঠোঁটে ছোঁয়াল…রিমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা জানো !কেন যে তুমি জীবন সায়াহ্নে এলে… সবকিছু এলোমেলো করে দিলে!

রিমির রূপালী চুলে,গালে, চিবুকে নদীর বুকে ডুবদেয়া অস্তমিত সুর্যের লালিমা আবির মাখিয়ে দিচ্ছিল।

রিমি মুখটা নিচু করে বলল…দেখ কিশোরী বয়সে একবার ভালোবাসার ছোঁয়া পেয়েছিলাম।এরপর মা-বাবার জোর জুলুমে যার সাথে বিয়ে হলো  সে আমাকে শুধু দেহতৃপ্তির উপকরণ ছাড়া ভাবে নি। বিয়ের পাঁচ বছর পর সেও দুটো ছেলে মেয়ে সহ অসহায় ফেলে চলে গেছিল।সেই থেকে ভালোবাসায় শ্রদ্ধা হারিয়ে ফেলেছিলাম। তুমি এলে জীবনে এমন একটা সময়ে যখন নিজের বলে কিছু  আছে এই  ভুলতে বসেছিলাম।

ছেলেমেয়েরা এখন প্রতিষ্ঠিত… আমাকে সময় দেবার  সময় নেই ওদের।আমি এখন একটা পুরনো আসবাব।

দুফোঁটা অশ্রু ঝরে পড়ল অনীষের হাতে। এক ঝটকায় অনীষ রিমিকে বুকে টেনে নিল… তুমি আর কখনোই কাঁদবে না রিমি।

তোমাকে আর একা থাকতে দেবো না।এক মাসের মধ্যেই বিয়ে করব আমরা। তুমি রাজি তো?

**************************

আমি বিয়ে করছি।তোমরা তো অনীষকে চেনোই। মতামত চাইছি না। জানালাম শুধু।

স্বরূপের হাত থেকে মোবাইলটা পড়ে গেল।

…. এমনিতেই তোমাদের আমার জন্য তেমন সময় থাকে না। গত সপ্তাহে যখন অসুস্থ হয়ে পড়েছিলাম

সরু তুমি ছিলে বিজনেস টুরে।আর অরু তুমি বন্ধুর বার্থডেতে ওর ফার্ম হাউসে।তাই….

কথা শেষ করতে পারল না। অরুন্ধতী ঠকাস করে চায়ের কাপটা রেখে বলল…

মা তুমি এখনো নতুন জীবন গড়ার স্বপ্ন দেখো ?

আয়না দেখেছো!!!

….কেন দেখবো না? তোমরা এতোটা আধুনিক হয়েছো আমি আধুনিক ভাবে তোমাদের গড়ে তুলেছি বলেই।তবে আমার বেলায় কেন নয়?

আমার দোষ কোথায়? সারাজীবন নিঃসঙ্গ কাটানোর শাস্তি আমি কেন পাব?

স্বরূপ বলল….মা ,সমাজে তো আমাদের মুখ থাকবে না!

এটা তোমরা ঠিক করবে ,কি ভাবে সামলাবে ।

রিমি টুকিটাকি জিনিস আর জরুরি কাগজপত্র ব্যাগে বেরিয়ে পড়েছিল।

অনীষ ফোনে বলেছিল…তোমাকে ছাড়া আমি বাঁচব না রিমি। জীবনের শেষ কটা বছর তোমার

ভালোবাসায় বাঁচতে চাই।রিমির বুকে একশ ঘোড়া দৌড়ছিল।গলাটা বুজে আসছিলো আবেগে।

ও শুধু বলল…আমি আসছি অনীষ।

অনীষের বাড়ির গেটে প্রচুর মানুষ ।

দশ মিনিট আগে বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক।হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়াস।

অনীষকে ঘরে ফিরিয়ে এনেছে রিমিতা তার ভালোবাসা প্রবল শক্তিতে।

অনীশের একটা কথাই সে জেনেছে …আমায় ছেড়ে যেওনা রিমি, তুমি  ছাড়া বাঁচব না আমি!!

একা তবু একা নয় ছোটগল্প – সমাপ্ত

আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।

error: Content is protected !!