অ এবং সভ্যতা কবিতা- শাহরিয়ার রিফাত সরকার
অ এবং সভ্যতা কবিতা- শাহরিয়ার রিফাত সরকার
আমার মস্তিষ্ক কুঁড়ে কুঁড়ে খায় একদল
রাজ-শকুন! থ্যালামাস, হাইপোথ্যালামাসে
আঘাত হানে। পাঁচিলের ওপাশ হতে
বারংবার শব্দ আসে! কে? কে!…
আমি নির্বাক চেয়ে দেখি, স্তম্ভিত শকুনেরা
অদৃশ্য হয় মূহুর্তেই।
হাফ ছেড়ে বাঁচি;
ছুটি দিগন্তে। মুহুর্তেই মাড়িয়ে যাই পম্পেই,
ভিসুভিয়াস, সাইবেরিয়া!
সহস্র নরনারীর আর্তনাদে থমকে দাড়াই!
কারা এরা? শরনার্থী? না তো! তবে কি দুর্ভিক্ষ?
নাকি যুদ্ধ? নিশ্চুপ সভ্যতা…….
সামনে কাঁটাতার দেখি; দেখি কাঁটাতারে
ঝুলছে লাশ! আকাশে কি মেঘ! ঘন-কালো মেঘ!
মেঘ ছুঁতে যাই। মেঘ নয় ধোঁয়া!
বাতাসে বারুদের গন্ধ, চারিদিকে ছুটছে সবাই।
এত ব্যাস্ততা কেন??
আবারো আর্তচিৎকার ভেসে আসে;
ভূমধ্যসাগরের তীরে ভেসে আসা
অভিবাসন প্রত্যাশী যুবকের লাশের মতো!
সামনে সোনালী গম্বুজ। ওহ প্যালেস্টাইন?
চোখ বড় করে দেখি, বড় দালান আর মিনারের
সাথে ভেঙে পড়ছে মনুষ্যত্ব-মানবতা।
পাশ কাটিয়ে যাই..
দেখি আগুনে পুড়ছে চার্চ! চূড়ার ক্রুশ
বিদ্ধ হয়েছে মাটিতে!
দাবানল? হবে হয়তো। পাশ থেকে উত্তর আসে,
“বোমার আগুন!” আমি পালাই…
সামনে অর্ধভগ্ন বুদ্ধমূর্তি! হৃদকম্পন বাড়ে।
মস্তিষ্ক আর হৃৎপিণ্ডের স্নায়ুযুদ্ধ শুরু হয় আবারো!
আবারো শকুনের এসে বাসা বাধে,
আমার মস্তিষ্কে!
অ এবং সভ্যতা কবিতা- সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর