তুমি ছিলে বলে তাই কবিতা
এ জীবন যুদ্ধে বেঁচে যেতে চাই।
তোমার মোটা আঁচলের কোমল স্নিগ্ধতায়,
বাড়ে ইচ্ছাশক্তি, জেগে ওঠে প্রান, মনে হয় এই জাতির প্রান বাঁচায়।
নেই খাদ্য, নেই পথ্য, নেই এই অসহায়তার সীমানা,
তোমার স্মরনে পেটের রসদ জোগায় এই হাজার চুরাশির মা।
জীবনের সকল সোপানে তোমাকে বুঝবে যে,
নোংরা কালো ধুলোমাখা মুখে স্বজাতিকে খুজে পাবে সে।
তোমার বিশ্বাসেই সকল জাতি এনেছে স্বগ্রামে বিপ্লব,
খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, কর্মতে খুজে নিয়েছে আজ নিজের দাবি, নিজের হক।
তবুও কোথায় যেন মনে হয় তুমি নেই,
তোমার অভাব খুঁজি আজ আমার জাতি-নগরীতে।
আমি এখনো স্বপ্নে বাঁচি, তুমি আছো জানি,
ফিরবে নবরূপে আবার সকল নবীন উন্মত্ত চিত্তে।
আমি অপেক্ষায় বাঁচি এখনো সেই স্বদেশের, যেখানে থাকবেনা কোনো রাস্ট্রত্রাস,
সেই অসহায় মুখগুলো তখন বাঁচবে আস্থাতে, রাখবে তোমাতেই শুধু বিশ্বাস।
রাস্ট্র তোমাকে চায় ধরতে খাঁচাতে, কিন্তু তুমি উড়ে যাও যেন অচিন পাখি,
তাই এই সংসারে, হাজার লাসের পরেও এখনো তোমাতেই আস্থা রাখি।
তখনও উঠবে একই সূর্য, শুধু পাল্টে যাবে এই সময়ের গন্ডি,
মানুষ বিশ্বাস রাখবে মানুষে, আসুক যতই তুফান আন্ধি।
তুমি আর কেও নও, তুমি বেকারের চোখের স্বপ্ন, আর্তদের পেটের হক,
তুমিই জোগাবে মুখে হাসি, পেটে ভাত , নবীনদের দেবে বিপ্লব।
যেখানেই হয়েছে জীবনের সাথে বেঁচে থাকার লড়াই,
সেখানেই তুমি এসেছো ফিরে, সবাই থাকে শুধু অপেক্ষায়।
আমি জানি তুমি এবারও ফিরবে, বিঁধবে শোসকের বুকে তীর,
জিতবো এই মহামারী, জন্মেছে তোমার সন্তান সকল বিপ্লবী বীর।
আমার বিশ্বাসে তুমি ছিলে বলেই , আমরা লড়াইয়ে আছি,
আমি এখনো তাই শুধু তোমাতেই, তোমাতেই বিশ্বাস রাখি
তুমি ছিলে বলে তাই কবিতা- সমাপ্তি
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
ভালোবাসার দেবালোকে
বিজয়া দশমী
এক চিলতে রোদ্দুর