তোমার ওষ্ঠের রূপকথা কবিতা-
তোমার ঠোঁটে খুঁজে পাই আমি দিকভ্রষ্ট হওয়ার নিশানা,
আশ্রয় দিতে পারে সে ঠোঁট ক্লান্ত দিশেহারা নাবিক কে-
গোধূলির রাঙা আলোর শিখার মত মসৃণ, করে তুলতে পারে যে কোনো মানবহৃদয়কে শান্ত ।
তোমার ওষ্ঠ গড়া নিপূণ হাতের মাধূর্যে, গন্ধ মাখা চমৎকারের ছন্দে,
ফুঁটে ওঠে যেন এ ঠোঁটবৃন্তে হাজার রূপকথার দেশের মানচিত্র,
ইচ্ছে করে ভাসিয়ে দিই, মনের জানলার শিক গুলো কে করি উন্মুক্ত
স্থির তোমার ঠোঁট তার শাখা প্রশাখা নিয়ে,নদীর মত বাঁক এঁকে , আমি তাই ব্যস্ত তার রহস্য ভেদে,
এত ধারালো, অথচ কোমল ঠোঁটের ঠিকানা মেলেনি অগে।
পাহাড়ের প্রতিটি খাদের ছবি গড়া যেন এই ওষ্ঠে , হারিয়ে যেতে থাকি শূণ্য দেশে নয়ন মেলে চাইলেই-
বৃষ্টিস্নাত তোমার ঠোঁটের ওই জলধারা গুলো নামে যখন, মনে হয় সাগর ও মুগ্ধ তোমার আলিঙ্গনে।
তোমার শব্দকোষেরা গন্ধ মাখে এই রহস্যের, পাখিরা বাঁধে নীড়, বসায় সভা,
যখন ওই মুক্তঝড়ানো হাসি স্পর্শ করে আকাশ, চাঁদ লজ্জা পায়, ওই ঠোঁট বৃন্তই রাজা,
তুমি আমার মা, আমার লুপ্ত শব্দগুচ্ছ , দিতে পারে না সারা,
যখনই তোমার ঠোঁটের লাবণ্য মেলে আমার মনে ডানা ।।
তোমার ওষ্ঠের রূপকথা কবিতা- মঞ্জিমা ঘোষ
যে কেউ তাদের লেখা জমা দিতে চান। অনুগ্রহ করে আমাদের লেখা জমা দিন পৃষ্ঠায় জমা দিন| এবং যারা লেখা জমা দিচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করুন।
অন্যান্য
এলিজা ব্রাইটন
ভালোবাসার দেবালোকে
পিকনিক