কলম পাতুরি

ভাবনা আপনার প্রকাশ করবো আমরা

Home » সূচনা পর্ব » কবিতা » বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়

বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়

rainfall

বর্ষা

বছর ঘুরে বর্ষা আসে

ভরসা দিয়ে মনে,

লাঙ্গলের ফলায় ওঠে হাসি

সোনার ফসল বুনে।

নদী- নালা- খাল- বিল

অথৈ জলে ভরপুর,

ক্লান্ত শরীরে খেটে চলে

দিন- রাত দুপুর।

কারও আছে একখণ্ড ভূমি

কেউবা ভূমিহীন ,

কষ্টের ফসল ফলিয়ে ওরা

দুঃখ করে বিলীন।

বর্ষা আসে ভালোবেসে

ফুল- ফসলের মাঠে,

কৃষাণ- কৃষাণীর হৃদয় যেন খুশিতে ভরে ওঠে।

এমনিভাবে যুরে- ফিরে

বারোটি মাস পরে,

আশার স্বপন দেখে ওরা

বর্ষা এলে ঘরে।

বজ্র-বৃষ্টি উপেক্ষা করে

কঠিন মাটির তলে,

সোনার ফসল ফলিয়ে ওরা

জীবন গড়ে তোলে।

বর্ষা এলে দুর্ভোগ বাড়ে

বিপর্যস্ত হয় জীবন,

কারও বর্ষা সুখের বার্তা

কারও বা দুঃসহ ক্ষণ।

তবুও আসুক বৃষ্টিস্নাত দিন

প্রকৃতির নিয়ম বেয়ে,

কৃষক সমাজের ভালোবাসায়

দেশটি যাবে এগিয়ে।

প্রশান্ত কুমার বাছাড়

error: Content is protected !!