সভ্যতার বিড়ম্বনা
আমি পৃথিবীর বুকে দেখি ঘুরে ঘুরে
সত্য, ধর্ম রাস্তাঘাটে, পড়ে আছে মরে।
সবাই যেন মেতে উঠেছে, নিয়ম ভাঙার খেলায়
প্রতিযোগিতার সুপ্ত বাসনা, বইছে শিরায় শিরায়।
মূর্ছা গেছে বিবেক তাদের, অসাড় তাদের চেতনা
আপন স্বার্থ আরাম সাধনে, পৃথ্বীকে দেয় বেদনা।
হত্যা করছে পৃথিবীর প্রাণ, অক্সিজেনের আকর
ঢেকে দিচ্ছে দূষণ চাদরে, বিপন্ন দি বাকর।
বিলাস স্বপনে বিভোর হয়ে, উদ্ ভ্রান্ত আজ তারা।
দায়দায়িত্ব কর্তব্য থেকে, হয়েছে ছন্নছাড়া।
নদী নালাতে ফেলছে বর্জ্য, ছড়িয়ে দিচ্ছে দূষণ
দূষিত হচ্ছে আকাশ বাতাস, পরিস্থিতি যে ভীষন।
দূষণের মাত্রা এতই তীব্র, ত্রাহি ত্রাহি উঠেছে রব
অগণিত সব অজানা রোগে, আক্রান্ত হচ্ছে সব।
প্রকৃতি আজ হয়েছে ক্ষুব্ধ, রুষ্ট ক্রোধান্বিত
সভ্য হতে গিয়ে অসভ্য মানব,আচরণ অমানবচিত
অন্যান্য
১৪ই ফেব্রুয়ারি
বৃষ্টি-উৎসব | পার্থ চট্টোপাধ্যায়
বর্ষা | প্রশান্ত কুমার বাছাড়