পানকৌড়ির রক্ত কবিতা – রবিন বিশ্বাস
একদিন তুমি বলেছিলে –
সূর্যাবর্তের আলোয় দেখেছো
পানকৌড়ির রক্ত
আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি
তার পর থেকে প্রতিদিন
রাতে ঘুমের ভেতর
পানকৌড়ির ডাক শুনে জলের ভেতর
হারিয়ে গিয়েছি ।
দিন রাত্রির শেষে একা একা বহুদূর পর্যন্ত হেঁটে যাই জলের একদম গভীরে, সেখানে খুঁজে পেতে চাই জীবনের টান, স্মৃতির প্রসব বেদনার কথা – এইসব।
পানকৌড়ির দুচোখে দেখি সজল জলের ধারায় জীবন বড় অসহায়
বড্ড একাকী লাগে
তখনই জলের ভেতর একা একা ডুবে যেতে ইচ্ছে করে।
ত্রয়োদশীর চাঁদের আলোয় পানকৌড়ির রক্তের রঙ আরও কি গাঢ় হয়ে যায়?
বারে বার ফিরে যেতে ইচ্ছে করে ফেলে আসা অতীতের এই সব প্রশ্নের সুদীর্ঘ ইতিহাসে।
পানকৌড়ির রক্ত কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
শাস্তি
তিতির কান্না