দুর্বোধ্য শব্দেরা কবিতা – পলাশ পাল
তোমার টুকরো টুকরো বার্ধক্যগুলো
ফিরিয়ে দিলাম
বিবর্তনের নাভি থেকে
জন্ম নেওয়া শব্দের মাঝপথে…
পথের ধারে কত প্রশ্নের
রঙচটা দেওয়ালে
বোধের শ্যাওলা জমেছে
আর আমি উত্তর খুঁজতে খুঁজতে
কথার ভগ্নস্তূপে পৌঁছে যাই
যেখানে হতাশার প্রহারে
ক্ষতবিক্ষত আমিত্ব
তোমার বায়বীয় প্রেমকে স্পর্শ করে,
যেখানে বিসর্জনের যন্ত্রণা
আগমনের পথ দেখায়…
জীবনের মানচিত্রে এখন
দুর্বোধ্য শব্দেরা হেসে ওঠে।
দুর্বোধ্য শব্দেরা কবিতা – সমাপ্ত
আপনাদের লেখা আমাদের ওয়েব সাইটে জমা দিতে গেলে, অনুগ্রহ করে আমাদের লেখা-জমা-দিন মেনু-তে ক্লিক করুন ও নিজেকে Author হিসেবে Register করুন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন।
অন্যান্য
শ্রাবণ সন্ধ্যা
শাস্তি
তিতির কান্না